ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

আরেক মামলায় গ্রেপ্তার জামায়াত সেক্রেটারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
আরেক মামলায় গ্রেপ্তার জামায়াত সেক্রেটারি

ঢাকা: ২০১৮ সালে রাজধানীর পল্টন থানায় হওয়া নাশকতার এক মামলায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মামলায় তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।

রিমান্ড আবেদনের বিষয়ে শুনানির জন্য আগামী ৭ মে দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে পল্টন থানার এ মামলায় গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ড আবেদন করেন গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক ফরমান আলী। আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে রিমান্ড শুনানির জন্য আগামী ৭ মে দিন ধার্য করেন।

সিএমএম আদালতে পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ভাটারা থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে একাধিকবার রিমান্ডে নেওয়া হয়। সেই মামলায় কারাগারে আটক আছেন তিনি।

পল্টন থানার এই মামলার এজাহারে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনে মননয়নপত্র সংগ্রহের আগে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ২০১৮ সালের ১৪ নভেম্বর বিএনপি-জামাতের ৮ থেকে ১০ হাজার নেতাকর্মী ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল বের করে। তারা নয়াপল্টনে ভিআইপি রোড বন্ধ করে মিছিল ও শো-ডাউন করে যানচলাচল বন্ধ করে দেয়। এতে পুলিশ বাধা দিলে ইট পাটকেলসহ ককটেল বোমা নিক্ষেপ করে।

এই অভিযোগে ওই সময় পল্টন থানায় উপপরিদর্শক সোমেন বড়ুয়া বিস্ফোরণদ্রব্য আইনে মামলা দায়ের করেন। এই মামলায় সন্দেহভাজন হিসেবে গোলাম পরওয়ারকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
কেআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।