ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আইন ও আদালত

জাপানি পর্যটকের মালামাল ছিনতাইয়ের ঘটনায় একজন রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
জাপানি পর্যটকের মালামাল ছিনতাইয়ের ঘটনায় একজন রিমান্ডে ফাইল ছবি

ঢাকা: রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে দুই জাপানি পর্যটকের মালামাল ছিনতাইয়ের ঘটনায় দায়ের হওয়া মামলায় স্বপন নামে এক আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২৮ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ এ রিমান্ড আদেশ দেন।

 

এদিন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক শামছুল আলম আসামিকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার একদিনের রিমান্ডের আদেশ দেন।

সিএমএম আদালতে মোহাম্মদপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক এশারত আলী এ তথ্য জানান।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল সন্ধ্যায় রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে ছিনতাইকারীদের কবলে পড়েন দুই জাপানি পর্যটক। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করা হয়। ঘটনার চারদিন পর আশপাশের সিসিটিভি পরীক্ষা করে তিনজনকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। যার মধ্যে স্বপনকে শুক্রবার আদালতে হাজির করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
কেআই/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।