ঢাকা, বুধবার, ২০ ভাদ্র ১৪৩১, ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০ রবিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

কোটচাঁদপুরে অস্ত্র মামলায় ৩ জনের ২৪ বছর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
কোটচাঁদপুরে অস্ত্র মামলায় ৩ জনের ২৪ বছর কারাদণ্ড প্রতীকী ছবি

ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুরে অস্ত্র মামলায় তিন জনের ২৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।  

রোববার (৩০ এপ্রিল) ঝিনাইদহ সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ মো. নাজিমুদ্দৌলা এ রায় দেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন- কোটচাঁদপুর উপজেলার মো. রেজাউল ইসলাম পাঠান, মিলন ও মধু মল্লিক।  

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট ইসমাইল হোসেন জানান, ২০১৬ সালের ২৭ জুন রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) জানতে পারে, রেজাউল ইসলাম পাঠানের কোটচাঁদপুর শহরের আদর্শপাড়ার বাড়িতে কয়েকজন সন্ত্রাসী ও মাদককারবারি অস্ত্রসহ অবস্থান করছেন। ওই রাতেই র‌্যাবের একটি দল পাঠানের বাড়িতে অভিযান চালিয়ে একটি রিভলবার, ৪০ রাউন্ড গুলি, পাঁচটি দেশীয় অস্ত্র, পুলিশের একসেট পোশাক, একটি ছোরা ও একটি কুড়াল জসহ আসামিদের হাতেনাতে আটক করে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে কোটচাঁদপুর থানায় একটি মামলা দায়ের করে।  

এ মামলায় পুলিশ তদন্ত শেষে ২০১৬ সালের ১ আগস্ট আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে। আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দোষী প্রমাণিত হওয়ায় অস্ত্র আইনের বিভিন্ন ধারায় আসামিদের প্রত্যেককে ২৪ বছর কারাদণ্ড দেন। আসামি পাঠান পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।