ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ভিকারুননিসায় ১৮ বোনকে ভর্তির নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, মে ৯, ২০২৩
ভিকারুননিসায় ১৮ বোনকে ভর্তির নির্দেশ

ঢাকা: ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখায় প্রথম শ্রেণিতে ১৮ সহোদরাকে ভর্তির নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

ওই ১৮ শিক্ষার্থীর পক্ষে অভিভাবকের করা রিটের শুনানি নিয়ে সোমবার (০৮ মে) বিচারপতি কে এম কামরুল কাদের এবং বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন রিট আবেদনের পক্ষে শুনানি করা আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

এর আগে, ৬ মার্চ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণিতে ৫৬ সহোদরাকে ভর্তির নির্দেশনা দিয়ে হাইকোর্টের আদেশ বহাল রেখেছিলেন আপিল বিভাগ।

আইনজীবীরা জানান, বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজ (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তির নীতিমালা ২০২২ অনুসারে অধ্যয়নরত কোনো শিক্ষার্থীর সহোদর, সহোদরা বা যমজ ভাই-বোন যদি একই শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শ্রেণিতে ভর্তির আবেদন করে তবে ওই প্রতিষ্ঠানের ভর্তি যাচাই-বাছাই কমিটিকে তার ভর্তি নিতে বলা হয়েছে।

কিন্তু গত ১৬ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় এক পরিপত্র জারি করে নীতিমালাটিতে সংশোধন আনে। এতে সহোদর, সহোদরা বা যমজ ভাই-বোনদের ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশের বাধ্যবাধকতা আরোপ করা হয়।

পরে ওই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ৫৬ জন সহোদরার পক্ষে  হাইকোর্টে পৃথক পৃথক রিট করেন তাদের অভিভাবকরা। ওইসব রিটের শুনানি নিয়ে সংশোধিত নীতিমালা স্থগিত করে তাদের ভর্তির নির্দেশ দেন হাইকোর্ট।

ওই আদেশের বিরুদ্ধে ভিকারুননিসার পক্ষে আপিল বিভাগে পৃথক চারটি আবেদন করা হয়। শুনানি শেষে ৬ মার্চ সেসব আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। ফলে ৫৬ জনকে ভর্তির নির্দেশ বহাল থাকে।

সম্প্রতি একই যুক্তিতে আরও ১৮ শিক্ষার্থীর পক্ষে হাইকোর্টে এ রিট করা হয়।

আরও পড়ুন:
ভিকারুননিসায় ৪১ সহোদরাকে ভর্তি নিতে নির্দেশ
ভিকারুননিসায় ৮ বোনকে ভর্তির নির্দেশ
ভিকারুননিসায় আরও দুই বোনকে ভর্তির নির্দেশ

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, মে ০৯, ২০২৩
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।