ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

দুস্থদের চাল মজুদ: আসামিকে জামিন দেননি হাইকোর্ট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, মে ১৪, ২০২৩
দুস্থদের চাল মজুদ: আসামিকে জামিন দেননি হাইকোর্ট

ঢাকা: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানায় মহিলা অধিদপ্তরের দুস্থদের জন্য ভিজিডি কার্ডের ৫ হাজার ৯৩৯ কেজি চাল মজুদ করার মামলার আসামি মো. মকবুল হোসেন খবরুলের জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।  

রোববার (১৪ মে) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

 

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আসামি পক্ষে ছিলেন আইনজীবী আমেনা বেগম।

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক জানান, ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ চালের বস্তায় লেখা মহিলা অধিদপ্তরের দুস্থ মহিলাদের জন্য ভিজিডি কার্ডের ৫ হাজার ৯৩৯ কেজি চাল অধিক লাভের আশায় মজুদ করার অপরাধে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানায় দায়েরকৃত মামলায় আসামি মো. মকবুল হোসেন খবরুলকে জামিন দেননি হাইকোর্ট। আবেদনটি উপস্থাপন হয়নি মর্মে খারিজ করেন আদালত।  

গত ১৭ মার্চ ভুরুঙ্গামারী উপজেলার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়তী রানী বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে এ মামলাটি দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, মে ১৪, ২০২৩
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।