ঢাকা, বৃহস্পতিবার, ২৮ ভাদ্র ১৪৩১, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮ রবিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

গৃহবধূকে ধর্ষণের পর হত্যা, ৫ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, মে ১৫, ২০২৩
গৃহবধূকে ধর্ষণের পর হত্যা, ৫ জনের যাবজ্জীবন

মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুরে গৃহবধূকে ধর্ষণের পর হত্যার দায়ে ৫ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।  

সোমবার (১৫ মে) দুপুরের দিকে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিচারিক আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন আসামিদের উপস্থিতে এ রায় প্রদান করেন।

একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।  

দণ্ডিতরা হলেন- দৌলতপুর উপজেলার বাশাইল এলাকার নুরুল হক, আবুল কাশেম, তাজুল ওরফে দেলোয়ার এবং বাহেজ উদ্দিন।  

নিহত গৃহবধূ ওই এলাকার তৈমুদ্দিনের মেয়ে এবং শিবালয়ের বালুরচর এলাকার রফিক মিয়ার স্ত্রী।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৮ নভেম্বর রাতে দৌলতপুর উপজেলার জিয়নপুর বাজারে গৃহবধু শিউলী আক্তারকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় এবং পরের দিন সকালে জিয়নপুর নদীর পাড় থেকে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে সাতজনকে আসামি করে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের প্রকৌশলী ছিলেন, মথুরনাথ সরকার ও আসামি পক্ষের প্রকৌশলী একে এম আজিজুল হক।  

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, মে ১৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।