ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

মাদক মামলায় আশিষ রায় চৌধুরীর বিচার শুরু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, মে ২১, ২০২৩
মাদক মামলায় আশিষ রায় চৌধুরীর বিচার শুরু 

ঢাকা: মাদক মামলায় আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীর নামে চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।  

রোববার (২১ মে) ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১৩ এর বিচারক কুদরত ই এলাহী আসামিপক্ষের অব্যাহতির আবেদন নাকচ করে এ আদেশ দেন।

একইসঙ্গে আগামী ১৭ জুলাই এ মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেন আদালত।
এদিন শুনানিকালে আশিষ রায় চৌধুরীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তিনি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।

২০২২ সালের ৫ এপ্রিল রাতে র‍্যাব-১০ এর অভিযানে রাজধানীর গুলশান থেকে আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। এ সময় ২২ বোতল বিদেশি মদ, ১৪ বোতল সোডা ওয়াটার, একটি আইপ্যাড, ১৬টি বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড, দুটি আইফোন ও নগদ দুই লাখ টাকা উদ্ধার করা হয়।  

এ ঘটনায় র‍্যাব-১০ এর ডিএডি জাহাঙ্গীর আলম বাদী হয়ে গুলশান থানায় তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলাটি তদন্ত করে ওই বছরের ৫ জুলাই তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম হোসেন আদালতে চার্জশিট দাখিল করেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মে ২১, ২০২৩
কেআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।