ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আইন ও আদালত

মিথ্যা মামলা করায় ছয়জনের সাজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, মে ২৪, ২০২৩
মিথ্যা মামলা করায় ছয়জনের সাজা গ্রেপ্তাররা

হবিগঞ্জ: সাজানো অপহরণ মামলা করায় হবিগঞ্জের একটি আদালত ছয় জনকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন।

বুধবার (২৪ মে) তিন জনকে জেলার আজমিরীগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করেছে।

তারা হলেন, আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের মালিহাটি গ্রামের আব্দুল ওয়াহাব (৮১), কুতুব মিয়া (৫০) ও আবু চান (৬১)।

জানা গেছে, ২৩ বছর আগে মালিহাটি গ্রামের গাজী মিয়া নামে এক কিশোরকে অপহরণের অভিযোগে চার জনের নামে মামলা দায়ের হয়। মামলার বাদী ছিলেন মালিহাটির আব্দুল আজিজ। আর ওয়াহাব, কুতুব ও আবু চানসহ ৫ জন আদালতে সাক্ষ্য দেন।

পরে স্থানীয় কুদালিয়া নদী থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার হলে বাদী ও আসামিরা মরদেহটি নিখোঁজ গাজীর বলে আদালতে দাবি করেন। কিন্তু এর কিছুদিন পরেই পুলিশ গাজীকে জীবিত উদ্ধার করে আদালতে সোপর্দ করে।

এ পরিপ্রেক্ষিতে আদালত অপহরণ মামলার বাদি ও পাঁচ সাক্ষীকে তিন মাসের কারাদণ্ডের আদেশ দিলে তারা আপিল করেন। সম্প্রীতি আপিলেও রায় বহাল থাকলে আদালত তাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বাংলানিউজকে বলেন, মিথ্যা মামলা করায় সাজার আদেশপ্রাপ্ত ছয় জনের মধ্যে তিন সাক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য দু’সাক্ষী মারা গেছেন আর বাদী এখনও পলাতক।

বাংলাদেশ সময়: ২১৫৪  ঘণ্টা, মে ২৪, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।