ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আইন ও আদালত

মানিকগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
মানিকগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

মানিকগঞ্জ: মানিকগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী তরিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৩ জুন) দুপুরের দিকে মানিকগঞ্জ জেলা সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমাদ্দার এ রায় দেন। আসামি এ সময় আদালতে উপস্থিত ছিলেন।  

দণ্ডপ্রাপ্ত তরিকুল জেলার সিংগাইর উপজেলার খাসেরচর এলাকার আজমত আলীর ছেলে।  

মামলা সূত্রে জানা গেছে, তরিকুল ইসলাম তার স্ত্রী বৃষ্টিকে নিয়ে বিভিন্ন জায়গায় ভাড়া থাকতেন। বিয়ের পর থেকে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধের সৃষ্টি হয়, এরই জের ধরে বৃষ্টিকে প্রায়ই শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন তরিকুল। একই জেরে ২০২০ সালে এই দম্পতির ঝগড়া বাধে। সে সময় কথা কাটাকাটির একপর্যায়ে তরিকুল গাছের ডাল দিয়ে বৃষ্টিকে আঘাত করলে তার মৃত্যু হয়। মৃত্যুর পর বৃষ্টির পরিবার থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়। সব সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বুধবার তরিকুলকে যাবজ্জীবন ও জরিমানার আদেশ দেন বিচারক।

রাষ্ট্রপক্ষে আইনজীবী হিসেবে অ্যাডভোকেট আব্দুল সালাম ও আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম শহিদ।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।