ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

শিক্ষক হত্যা: ছাত্র জিতু ও তার বাবাকে অভিযুক্ত করে চার্জশিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, জুলাই ৩, ২০২৩
শিক্ষক হত্যা: ছাত্র জিতু ও তার বাবাকে অভিযুক্ত করে চার্জশিট কলেজছাত্র জিতু

ঢাকা: আশুলিয়ার হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে কাঠের স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যা মামলায় কলেজছাত্র আশরাফুল ইসলাম জিতু ও তার বাবা মো. উজ্জ্বলকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়েছে। গত ৩১ মে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই মো. এমদাদুল হক এই চার্জশিট দাখিল করেন।

সোমবার (০৩ জুলাই) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আশুলিয়া থানার সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক সাইফুল ইসলাম এ তথ্য জানান।

চার্জশিটে বাদী ও তদন্ত কর্মকর্তাসহ ৩৬ জনকে সাক্ষী করা হয়েছে। আগামী ৬ আগস্ট চার্জশিটের গ্রহণযোগ্যতা বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে।

আসামি জিতুর বিরুদ্ধে হত্যা ও তার বাবা উজ্জ্বলের বিরুদ্ধে ছেলেকে পলায়নে সহযোগিতার অভিযোগ এনে দণ্ডবিধির ৩০২/২১২ ধারায় চার্জশিট দাখিল করা হয়। অজ্ঞাতনামা কোনো আসামির সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে। আসামিদের মধ্যে জিতু গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। আর উজ্জ্বল গ্রেফতারের পর হাইকোর্ট থেকে জামিনে আছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০২২ সালের ২৫ জুন দুপুরে হাজী ইউনুস আলী কলেজে মেয়েদের ক্রিকেট খেলা চলার সময় পেছন থেকে শিক্ষক উৎপলকে কাঠের স্টাম্প দিয়ে হামলা করে জিতু নামের ওই ছাত্র। পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ওই দিনই নিহতের ভাই অসীম কুমার সরকার বাদী হয়ে আশুলিয়া থানায় জিতুর নামে একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার একদিন পর জিতুর বাবাকে গ্রেপ্তার করা হয়। গত বছর ২৯ জুন রাতে শিক্ষক হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি জিতুকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেফতারের পর ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসামি আশরাফুল ইসলাম জিতু বলেন, কলেজ ক্যাম্পাসে এক ছাত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে ঘোরাফেরা করায় শিক্ষক উৎপল তাকে সতর্ক করেছিলেন। তাতে ক্ষুব্ধ হয়ে সে শিক্ষককে পেটানোর পরিকল্পনা করে। বয়সে বড় বান্ধবীর কাছে নিজের বীরত্বের প্রমাণ দেখাতে গিয়েই হত্যাকাণ্ড ঘটায় জিতু।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জুলাই ০২, ২০২৩
কেআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।