ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া গ্রামে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে মো. নুরুল ইসলাম বেপারী (৬৫) নামে ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১০ জুলাই) দুপুরে চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদাউস চৌধুরী এ রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত নুরুল ইসলাম চরদুঃখিয়া গ্রামের দাই বাড়ির বাসিন্দা।

মামলার বিবরণ থেকে জানা গেছে, নুরুল প্রায়ই প্রতিবন্ধী এক কিশোরীকে বিভিন্ন খাবার দিয়ে ধর্ষণের চেষ্টা করেন। টের পেলেও লোকলজ্জার ভয়ে কিশোরীর মা কাউকে কিছু বলতে পারেননি। ২০২১ সালের ১৭ আগস্ট দুপুরে প্রতিবন্ধী কিশোরীটিকে পেয়ারা খাওয়ানোর লোভ দেখিয়ে একটি ঘরে নিয়ে ধর্ষণ করেন নুরুল। এতে মেয়েটি অসুস্থ পড়লে তার মা টের পেয়ে যান। এ অবস্থায় মেয়েটিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
পরে ২০ আগস্ট কিশোরীর মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় নুরুলের নামে মামলা দায়ের করেন। ওই দিনই পুলিশ আসামি নুরুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম তদন্ত শেষে ২০২১ সালের ৬ ডিসেম্বর আদালতে নুরুলের নামে চার্জশিট দাখিল করেন।

মামলার সরকার পক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) সাইয়েদুল ইসলাম বাবু জানান, মামলাটিতে নয়জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্য গ্রহণ ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় আসামির উপস্থিতিতে সোমবার এ রায় দেন বিচারক।

মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সেলিম আকবর।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।