ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আইন ও আদালত

লক্ষ্মীপুরে অস্ত্র মামলায় একজনের ১০ বছরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
লক্ষ্মীপুরে অস্ত্র মামলায় একজনের ১০ বছরের কারাদণ্ড

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে অবৈধ অস্ত্র রাখার দায়ে মো. নুর নবী (৪১) নামে এক ব্যক্তিকে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।  

সোমবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিল না। জামিনে বেরিয়ে সে পলাতক রয়েছে তিনি।  

দণ্ডপ্রাপ্ত নুর নবী জেলার সদর উপজেলার মান্দারী ইউনিয়নের মোহাম্মদ নগর গ্রামের ছমর উদ্দিন বেপারি বাড়ির মো. নুরুল ইসলামের ছেলে।  

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।  

মামলার এজাহার ও আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০২২ সালের ২৯ এপ্রিল সকালে জেলার সদর উপজেলার মোহাম্মদ নগর গ্রামের মো. নুর নবীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে অস্ত্র ও মাদক রাখার কথা স্বীকার করে। পরে তার জিম্মা থাকা একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও চার রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। এ সময় এক বোতল বিদেশি মদও পাওয়া যায়।  

এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম বাদী হয়ে নুর নবীকে আসামি করে চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। মদ উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক আরেকটি মামলা করা হয়।  

অস্ত্র মামলাটি তদন্ত করে একই বছরের ২৬ মে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আবদুল মান্নান। এতে আসামি নুর নবীকে অভিযুক্ত করা হয়।  

আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি নুর নবীর বিরুদ্ধে এ রায় দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।