ঝিনাইদহ: ঝিনাইদহ সদরে অস্ত্র মামলায় ও পৃথক দুটি ধারায় ফারুক হোসেন (৩৫) নামের এক আসামিকে ১৭ বছরের কারাদণ্ডদিয়েছেন আদালত।
সোমবার (১৭ জুলাই) দুপুরে সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি ঝিনাইদহ সদরের হলিধানী এলাকা থেকে ফারুকের দেহ তল্লাশি করে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে পর দিন সদর থানায় ফারুক হোসেন, রাশিদুল ইসলাম ও লিটনের নামে মামলা দায়ের করে। তদন্ত শেষে পুলিশ ২০১৭ সালের ১৭ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ওই মামলায় আসামিকে পৃথক দুটি ধারায় ১০ বছর ও সাত বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন। মামলার অপর আসামি রাশিদুল ও লিটনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
এএটি