ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আইন ও আদালত

স্ত্রীর যৌতুকের মামলায় স্বামীর দুই বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
স্ত্রীর যৌতুকের মামলায় স্বামীর দুই বছরের কারাদণ্ড

খাগড়াছড়ি: স্ত্রীর করা যৌতুক মামলায় এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ওই ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।



সোমবার (১৭ জুলাই) দুপুরে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আজিজুল হক এ রায় দেন। আসামি ইকবাল আহম্মেদ ভুঁইয়া পলাতক রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০০৭ সালে খাগড়াছড়ির মাটিরাঙ্গার মেয়ে শাহেনা আক্তারের সঙ্গে কুমিল্লার জোড়পুকুরিয়া এলাকার বাসিন্দা ইকবালের বিয়ে হয়। বিয়ের পর থেকে ইকবাল যৌতুকের জন্য স্ত্রী শাহেনা আক্তারকে নির্যাতন করে আসছিলেন। সর্বশেষ ২০১৯ সালের ২২ ফেব্রুয়ারি ইকবাল যৌতুকের জন্য স্ত্রীর বাবার বাড়িতে গিয়ে তাকে মারধর ও নির্যাতন করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ১১ মার্চ আদালতে মামলা করেন। আদালতে মোট চারজন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।