ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

নারায়ণগঞ্জে অস্ত্র মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৩
নারায়ণগঞ্জে অস্ত্র মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে অস্ত্র মামলায় নাজমুল হোসেন (৩০) নামের এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (০৩ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরার আদালত আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

একইসঙ্গে এই মামলার অন্য ধারায় আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আল আমিন আরেকজনকে খালাস দেওয়া হয়েছে।

কারাদণ্ডপ্রাপ্ত নাজমুল শহরের মিশনপাড়া এলাকার সলিমুল্লাহ রোডের বাসিন্দা নাজির হোসেন বাবুলের ছেলে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০১৪ সালের ২৪ নভেম্বর নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকা থেকে নাজমুলকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। পরে এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়। সেই সঙ্গে মামলার বিচার কার্যক্রম শেষে আসামির উপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২৩
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।