ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

আইন ও আদালত

অস্ত্র মামলায় শিবির নেতার ২৪ বছরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৩
অস্ত্র মামলায় শিবির নেতার ২৪ বছরের কারাদণ্ড

ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় অস্ত্র মামলায় আকরাম হোসেন (৩৭) নামের এক শিবির নেতার ২৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।  

সোমবার (৯ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ দণ্ডাদেশ দেন।

 

দণ্ডপ্রাপ্ত আকরাম হোসেন ওই উপজেলার এড়েন্দা গ্রামের আলম বিশ্বাসের ছেলে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন জানান, ২০১৬ সালের ১১ জুলাই কোটচাঁদপুর উপজেলার দয়ারামপুর আলিম মাদরাসা থেকে জঙ্গি ও নাশকতামূলক কার্যক্রমের প্রস্তুতির সময় একটি ওয়ান শুটার গান ও ১০ রাউন্ড গুলিসহ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ছাত্র শিবিরের সেক্রেটারি আকরাম হোসেনকে আটক করে পুলিশ। এ ঘটনায় ওই দিনই পুলিশের পক্ষ থেকে কোটচাঁদপুর থানায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫ থকে ২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। পরে পুলিশ আদালতে চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে।

দীর্ঘ বিচার কাজ শেষে আদালত আজ ওই মামলায় তিনটি ধারায় আকরাম হোসেনকে ২৪ বছরের কারাদণ্ড দেন এবং বাকি আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।