ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সিরাজগঞ্জে হেরোইন বিক্রেতার যাবজ্জীবন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৩
সিরাজগঞ্জে হেরোইন বিক্রেতার যাবজ্জীবন 

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে হেরোইন বিক্রির অপরাধে মিজানুর রহমান (৪৪) নামে এক মাদক বিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায় দেন।  

দণ্ডপ্রাপ্ত মিজানুর রহমান নওগাঁ জেলার পোরশা থানার লক্ষ্মীপুর গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে।  

আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।  

মামলার বরাত দিয়ে স্টেনোগ্রাফার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২০২১ সালের ১৯ জুন সলঙ্গা থানার রাধানগর এলাকায় মহাসড়কে অভিযান চালায় র‍্যাব-১২ এর সদস্যরা। ওই সময় বগুড়া থেকে নগরবাড়ীগামী সৌমির পরিবহন নামে একটি লোকাল বাস থামালে মিজানুর রহমান নামে এক যাত্রী বাস থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন র‍্যাব তাকে ধরে দেহ তল্লাশি করে ১৯০ গ্রাম হেরোইন পায়। এ ব্যাপারে র‍্যাবের সেই সময়ের ডিএডি মো. ছামিউল ইসলাম বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণের জন্য

মোট আটজন সাক্ষী উপস্থাপন করে। শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় মঙ্গলবার এ রায় দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।