ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

বিচারপতি আবদুর রশীদের জানাজা শুক্রবার 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
বিচারপতি আবদুর রশীদের জানাজা শুক্রবার  বিচারপতি মো. আবদুর রশীদ

ঢাকা: বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আবদুর রশীদের জানাজা শুক্রবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
 
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে শুক্রবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।



এর আগে মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ৮টা ৫০ মিনিটে ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

এই অবসরপ্রাপ্ত বিচারপতির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

বিচারপতি আবদুর রশিদ ১৯৯৯ সালের ২৪ অক্টোবর হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। পরবর্তীতে ২০০৯ সালের ২৯ জানুয়ারি অবসরে যান। এরপর একই বছরের এপ্রিলে তিনি আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। দেড় বছরের মাথায় ২০১০ সালের অক্টোবরে তিনি পদত্যাগ করেন।   

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
ইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।