ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

ককটেল বিস্ফোরণ: বিএনপির ১০ নেতাকর্মীর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩
ককটেল বিস্ফোরণ: বিএনপির ১০ নেতাকর্মীর কারাদণ্ড

ঢাকা: রাজধানীর বনানীতে ককটেল বিস্ফোরণের মামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল আলিম নকিসহ বিএনপির ১০ নেতাকর্মীর দুই বছর ৭ মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী এ রায় দেন।

দণ্ডিত অপর আসামিরা হলেন—বিএনপি নেতা মেহেদী হাসান মিশু, মিজান ব্যাপারী, মহব্বত আলী মোল্লা, আমিনুল ইসলাম হিমেল, আবদুল্লাহ আল মামুন, জয়নাল আবেদীন, রোকন শেখ, গিয়াস উদ্দিন ও শফিকুল ইসলাম।

রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন। আদালত রায়ের পর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

মামলার বিবরণীতে জানা যায়, ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর বনানীর কামাল আতাতুর্ক রোডে মানববন্ধন কর্মসূচির সময় আসামিরা লাঠিসোঁটা হাতে রাস্তায় যানবাহন ভাঙচুর শুরু করে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক তৈরি করে।

এ অভিযোগে বনানী থানার উপপরিদর্শক মিল্টন দত্ত বাদী হয়ে বনানী থানায় মামলা করেন। মামলায় বিস্ফোরক দ্রব্য আইন, বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩
কেআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।