ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

বলাৎকারের দায়ে যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
বলাৎকারের দায়ে যুবকের যাবজ্জীবন

রাঙামাটি: রাঙামাটিতে কিশোরকে বলাৎকারের দায়ে মো. ওমর সাদেক রিয়াদ ওরফে ওমর ফারুককে (২১) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অনাদায়ে এক লাখ টাকা জরিমানা দিয়েছেন আদালত।  

রোববার (২৬ নভেম্বর) দুপুরে রাঙামাটির জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ ই এম ইসমাইল হোসেন এ রায় দেন।

 

মামলার নথিতে উল্লেখ করা আছে, ২০২০ সালের ০৯ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কিশোর তার বন্ধুদের সঙ্গে রাঙামাটি শহরের শান্তিনগর বাস টার্মিনাল এলাকায় নিজ বাড়ির পাশে লুকোচুরি খেলছিল। সে সময় ওমর সাদেক রিয়াদ ওরফে ওমর ফারুক নামে এক ব্যক্তি ওই কিশোরকে বলাৎকার করেন। বিষয়টি জানতে পেরে ভিকটিমের বাবা ওই বছরের ১০ অক্টোবর রাঙামাটির কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

এদিকে, রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম অভি।  

আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শফিউল আলম মিয়া, অ্যাডভোকেট রাশেদ ইকবাল ও অ্যাডভোকেট কামাল হোসেন সুজন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এ রায়ে সঠিক বিচার হয়েছে দাবি করলেও আসামিপক্ষের আইনজীবীরা উচ্চ আদালতে বিষয়টি নিয়ে আপিল করবেন বলে জানান।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।