ঢাকা: উচ্চ আদালতের বিচারপতিদের যোগ্যতা নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ এনে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়েছে।
আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় মঙ্গলবার (১২ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. কামরুল ইসলাম এ আবেদন দায়ের করেন।
আবেদনের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব ও অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান বলেন, আবেদনে তাকে আদালতে সশরীরে হাজির করে বক্তব্যের ব্যাখ্যা চাওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) চেম্বার আদালতে আবেদনটি উপস্থাপন করা হবে।
আবেদনে বলা হয়, গত ১৪ নভেম্বর জাতীয় পার্টির বনানী কার্যালয়ের এক অনুষ্ঠানে দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, ‘উচ্চ আদালতে সবচেয়ে বেশি প্রয়োজন ব্রিলিয়ান্ট লোকদের বিচারপতি হওয়া, কিন্তু সেখানে সবচেয়ে অযোগ্য লোক বিচারপতি হন। মেট্রিক থার্ড ডিভিশন, ইন্টারমিডিয়েট থার্ড ডিভিশন, বিএ থার্ড ডিভিশন, সেন্ট্রাল ল কলেজে কোনোমতে টাইন্না-টুইন্না নাইটে পাস, সেও বিচারক’।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
ইএস/আরআইএস