ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

বিএনপি নেতা মজিবর রহমান সরোয়ারের জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
বিএনপি নেতা মজিবর রহমান সরোয়ারের জামিন

ঢাকা: ২৮ অক্টোবর ঘিরে নাশকতার এক মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশালের সাবেক মেয়র মজিবর রহমান সারোয়ারকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৮ ডিসেম্বর) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।


আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

তিনি জানান, ২৮ অক্টোবরের ঘটনায় বরিশালের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ারকে পল্টন থানায় ১ নভেম্বর দায়ের করা নাশকতার মামলায় মোহাম্মদপুরের বাসা থেকে ৩ তারিখ গ্রেপ্তার করা হয়। আজ এ মামলায় হাইকোর্ট জামিন দিয়েছেন।  

তিনি আরও জানান, এফআইআরে তার নামটা দেওয়া আছে। কিন্তু ভেতরে কিছু লেখা নেই। কোনো সিজার লিস্ট (জব্দ তালিকা) নেই। তাকে রাজনৈতিক কারণে গ্রেপ্তার করা হয়েছে। আজ জামিন হওয়ার কারণে তার জেল থেকে বের হতে আর কোনো বাধা নেই।    

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
ইএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।