ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

নাটোরের আলোচিত কাউন্সিলর জাহিদ কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
নাটোরের আলোচিত কাউন্সিলর জাহিদ কারাগারে জাহিদুর রহমান জাহিদ

নাটোর: বিএনপি থেকে কয়েক বছর আগে আওয়ামী লীগে যোগ দেওয়া নাটোর পৌরসভার আলোচিত কাউন্সিলর জাহিদুর রহমান জাহিদকে একটি পুরাতন বিস্ফোরক মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে নাটোর থানায় এলে তাকে আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়।

পরে নাটোরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রওশন আলমের আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কাউন্সিলর জাহিদুর রহমান জাহিদ নাটোর সদরের বর্তমান এমপি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, কাউন্সিলর জাহিদুর রহমান জাহিদ বিএনপিতে থাকার সময় তার নামে একটি বিস্ফোরক মামলা হয়। পুরাতন ওই বিস্ফোরক মামলায় নিয়মিত হাজিরা না দেওয়ায় কাউন্সিলর জাহিদুর রহমানের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। মঙ্গলবার বিকেলে তিনি নাটোর থানায় এলে তাকে আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।