ঢাকা: নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থী লোহাগড়া আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমীর লিটুর মনোনয়নপত্র গ্রহণ করে তাকে প্রতীক বরাদ্দের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
তার মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক।
গত ৩ ডিসেম্বর নড়াইল জেলা রিটার্নিং অফিসের হলরুমে যাচাই-বাছাই কার্যক্রম শেষে তথ্যে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিটুর মনোনয়ন বাতিল করা হয়। আপিলের পর ১৪ ডিসেম্বর নির্বাচন কমিশন তা নামঞ্জুর করে। এরপর তিনি হাইকোর্টে রিট করেন।
নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে রয়েছেন মাশরাফি বিন মর্তুজা।
বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৩
ইএস/এমজেএফ