ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ঝিনাইদহে মাদক মামলায় এক আসামির যাবজ্জীবন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪
ঝিনাইদহে মাদক মামলায় এক আসামির যাবজ্জীবন 

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মাদক মামলায় কামরুল ইসলাম নামে এক মাদক বিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহ সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ রায় দেন।  

সাজাপ্রাপ্ত কামরুল কালীগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে।  

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৭ জুলাই গোপন কালীগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামে কামরুল নিজ বাড়িতে ফেন্সিডিল বিক্রি করছিলেন। খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে অভিযানে গেলে কামরুল পালিয়ে যান। পরে তার বাড়িতে  ৬০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। ওই দিনই পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কামরুলের নামে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করে।  

পুলিশ তদন্ত শেষে ২০১৭ সালের ২৩ সেপ্টেম্বর কামরুল ইসলামের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় সোমবার এ রায় দেন আদালত।  

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।