ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

৩ বোনকে ভিকারুননিসায় ভর্তি করতে বলেছেন হাইকোর্ট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৪
৩ বোনকে ভিকারুননিসায় ভর্তি করতে বলেছেন হাইকোর্ট

ঢাকা: ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন শ্রেণিতে অধ্যয়নরত তিন শিক্ষার্থীর তিন সহোদরাকে (বোন) রোববারের মধ্যে দ্বিতীয় শ্রেণিতে ভর্তি করতে বলেছেন হাইকোর্ট।

শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষকে এই আদেশ প্রতিপালন করে ওইদিন সকালে আদালতকে অবহিত করতে নির্দেশ বলা হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) পৃথক রিট আবেদনে বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটকারীদের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া ও হামিদুল মিসবাহ। স্কুলের পক্ষে ছিলেন আইনজীবী রাফিউল ইসলাম।

আইনজীবীরা ছিদ্দিক উল্লাহ মিয়া জানান, শিক্ষার্থীদের রোববারের (৭২ ঘণ্টা) মধ্যে ভর্তির নির্দেশ দিয়েছেন এবং আদালতকে অবহিত করতে বলেছেন।

আইনজীবী রাফিউল ইসলাম জানান, ৭২ ঘণ্টার মধ্যে আদালতের আদেশ পালন করে অবহিত করতে বলেছেন।

বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তির নীতিমালায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানে আবেদনকারী শিক্ষার্থীর সহোদর/সহোদরা বা যমজ ভাই-বোন যদি আগে থেকেই অধ্যয়নরত থাকে সেসব সহোদর/সহোদরা বা যমজ ভাই-বোনের জন্য পাঁচ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। কোনো দম্পতির সর্বোচ্চ দুই সন্তানের জন্য তা প্রযোজ্য হবে। এক্ষেত্রে আবেদন সংখ্যা অধিক হলে ভর্তি কমিটি কর্তৃক ডিজিটাল লটারির মাধ্যমে উক্ত পাঁচ শতাংশ শিক্ষার্থী নির্বাচন করতে হবে। এই নীতিমালা চ্যালেঞ্জ করে শিক্ষার্থীর পক্ষে হাইকোর্টে পৃথক পৃথক রিট আবেদন করেন তাদের অভিভাবকরা।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৪
ইএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।