ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

নীলফামারীতে ধর্ষণচেষ্টার মামলায় যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৪
নীলফামারীতে ধর্ষণচেষ্টার মামলায় যুবকের কারাদণ্ড

নীলফামারী: জেলায় ধর্ষণচেষ্টার মামলায় শাহিনুর রহমান (৩৭) নামে এক যুবককে পাঁচ বছরের কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

বুধবার (১৩ মার্চ) বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের (২) বিচারক এবিএম গোলাম রসুল এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত শাহিনুর জেলার কিশোরগঞ্জ উপজেলার সিঙ্গেরগাড়ী উত্তরপাড়া গ্রামের ওয়াহেদ আলীর ছেলে।

মামলার তথ্য মতে, ২০০৯ সালের ২৯ সেপ্টেম্বর প্রতিবেশী গৃহবধূকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন শাহিনুর রহমান। এ সময় গৃহবধূর চিৎকারে এলাকাবাসী গিয়ে শাহিনুরকে আটক করেন। পরে খবর পেয়ে শাহিনুরের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে ছিনিয়ে নিয়ে যান।

এ ঘটনায় ওই বছরের ২ নভেম্বর ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে তিনজনের নামে একটি মামলা করেন (৩৭০/২০০৯)। মামলার তদন্ত শেষে পুলিশ শাহিনুর রহমানের নামে আদালতে চার্জশিট দাখিল করে। আদালতের বিচারক মামলার দীর্ঘ শুনানি শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৯ (৪) (খ) ধারায় এ সাজা দেন।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।