ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

আইন ও আদালত

নারায়ণগঞ্জে ধর্ষণের পর হত্যা, ৩ আসামির যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
নারায়ণগঞ্জে ধর্ষণের পর হত্যা, ৩ আসামির যাবজ্জীবন আদালতের রায়: প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে এক নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ৩ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৩১ মার্চ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বিবির জোরা পূর্বপাড়ার ওমরের ছেলে ফারুক (২৮), লতিফ হাজির মোরে মুমিনের ছেলে টুকুন (২৮) ও ত্রিবেনীর গিয়াস উদ্দিনের ছেলে আমজাদ হোসেন (৩৬)।  

কোর্ট পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০১৭ সালে বন্দরে এক নারীকে ধর্ষণের পর হত্যার মামলায় ৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।