ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

আইন ও আদালত

জামিন নামঞ্জুরের আদেশ শুনে জ্ঞান হারালেন আসামি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জুন ২৭, ২০২৪
জামিন নামঞ্জুরের আদেশ শুনে জ্ঞান হারালেন আসামি

ঢাকা: দুর্নীতির মামলায় আত্মসমর্পণ করে জামিন নিতে আসেন মিসেস রাহেনা ফেরদৌস রউফ। তবে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জামিন নামঞ্জুরের আদেশ শুনে জ্ঞান হারান আসামি রাহেনা।  

বৃহস্পতিবার (২৭ জুন) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে এ ঘটনা ঘটে।  

তাৎক্ষণিকভাবে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসায় জ্ঞান ফিরলে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

রাহেনা ফেরদৌস রউফ রাজউকের সহকারী অথরাইজড অফিসার আব্দুর রউফ সরকারের স্ত্রী।

এ বিষয়ে দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, হাইকোর্ট থেকে এ আসামি আগাম জামিন পান। এদিন বিচারিক আদালতে আত্মসমর্পণ করে নিয়মিত জামিন চান। জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

তিনি আরও বলেন, তাকে সুস্থ, স্বাভাবিক দেখলাম। পরে জামিন নামঞ্জুরের আদেশ শুনে অজ্ঞান হয়ে পড়েন।

মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদিকুল ইসলাম জানান, প্রাথমিক চিকিৎসা দিতে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসায় জ্ঞান ফিরলে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, ৪৯ লাখ ১৮ হাজার ৫৮২ টাকার স্থাবর সম্পদের তথ্য গোপনসহ ৭০ লাখ ৪১ হাজার ৮৬৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ২ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক মো. জাকারিয়া রমনা থানায় মামলাটি দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, জুন ২৭, ২০২৪
কেআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad