ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আইন ও আদালত

সোমবার পর্যন্ত ৬৭ জন আইন কর্মকর্তার পদত্যাগ 

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৪
সোমবার পর্যন্ত ৬৭ জন আইন কর্মকর্তার পদত্যাগ 

ঢাকা: প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর দিন থেকে সোমবার (১২ আগস্ট) পর্যন্ত অ্যাটর্নি জেনারেলসহ ৬৭ জন আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন।  

সোমবার অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

 

প্রায় দুই শতাধিক আইন কর্মকর্তার মধ্যে এই ৬৭ জনের পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পৌঁছানো হয়েছে।  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। পরদিন ৬ আগস্ট অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। ৭ আগস্ট পদত্যাগ করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। এরপর ৮ আগস্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান মো. আসাদুজ্জামান।   

এদিকে পর্যায়ক্রমে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৪
ইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।