ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আইন ও আদালত

নিজ চেম্বারে ব্যারিস্টার আশরাফ ছুরিকাহত

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৪
নিজ চেম্বারে ব্যারিস্টার আশরাফ ছুরিকাহত আহত ব্যারিস্টার আশরাফ

ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে নিজ চেম্বারে ব্যরিস্টার মো. আশরাফুল ইসলাম আশরাফকে ছুরিকাঘাত করেছেন আরেক আইনজীবী।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে নিজ চেম্বারে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন আইনজীবী আশরাফ নিজেই।

পরে ২০০৫ নম্বর কক্ষের সামনে দাঁড়িয়ে ব্যারিস্টার আশরাফ বলেন, আমি আইন পেশাকে ইবাদত মনে করি। সব সময় আমি আইনজীবীদের অধিকার নিয়ে কথা বলি। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আমাকে ২৭ দিন জেলা খাটিয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের আমি সবচেয়ে বেশি সোচ্চার ছিলাম। অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম নামে এক আইনজীবী ভদ্রলোক। তাকে চিনতাম না। .....আইসা আমাকে সরাসরি বলতেছিল, ওই তুই কোর্টে ডিস্টার্ব করছ, তোরে কিন্তু ছাড়বো না। এক পর্যায়ে সে আমাকে চাকু দিয়ে আঘাত করেছে। সে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে। প্রকাশ্যে একজন আইনজীবীর রুমে এসে আরেকজন আইনজীবী এভাবে কীভাবে আঘাত করতে পারেন।

তিনি বলেন, আমি ৭ জানুয়ারি পর্যন্ত আওয়ামী লীগ করতাম। ৭ জানুয়ারি আমি সর্বপ্রথম ঘোষণা দিয়ে আওয়ামী লীগ থেকে বের হয়ে গেছি।

প্রত্যেকটি টকশো থেকে সব জায়গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে বক্তব্য দিয়েছি। সরব থেকেছি। আমার ওপর আজকে হামলা কেন এমন প্রশ্ন করেন তিনি।

পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

এ হামলার বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম বলেন, আমার নামে মিথ্যা অভিযোগ দিয়েছে। সে এমনিতেই সবার সঙ্গে খারাপ ব্যবহার করেন।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৪
ইএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।