ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আইন ও আদালত

টুকু-পলক-জয়সহ ৬ জন ফের রিমান্ডে  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
টুকু-পলক-জয়সহ ৬ জন ফের রিমান্ডে   শামসুল হক টুকু, জুনাইদ আহমেদ পলক ও আরিফ খান জয় (বাঁ থেকে)

ঢাকা: পুলিশের গুলিতে কলেজ শিক্ষার্থী হত্যার ঘটনায় লালবাগ থানায় দায়ের করা মামলায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে ফের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

রোববার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরোবিয়া খানম রিমান্ডের এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া অন্য আসামিরা হলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল।

নিউমার্কেট থানায় হকার শাহজাহান হত্যা মামলায় গত ১৫ আগস্ট শামসুল হক টুকু, জুনাইদ আহমেদ পলক ও তানভীর হাসান সৈকতের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আবু সাঈদ হত্যা মামলায় গত ২০ আগস্ট মোহাম্মদপুর থানার মামলায় আরিফ খান জয়ের পাঁচদিন এবং পল্টন থানায় যুবদল নেতা নবীন হত্যা মামলায় গত ২১ আগস্ট আহমদ হোসেন ও মোহাম্মদ সোহায়েলের চারদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। সেসব রিমান্ড শেষে পৃথকভাবে তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ।  

একইদিনে লালবাগ থানায় আইডিয়াল কলেজ শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় তাদের প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। সেই আবেদনের শুনানি শেষে বিচারক প্রত্যেকের সাতদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

গত ১৪ আগস্ট রাতে খিলক্ষেত থানার নিকুঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তারের কথা জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পল্টন থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তারের কথা জানায় ডিএমপি। এর আগে ৬ আগস্ট বিকেল ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দিল্লি যাওয়ার সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে পলককে আটকে দেওয়া হয়।

অপরদিকে, ২০ আগস্ট রাতে সোহায়েলকে বনানী ও আহমদ হোসেনকে গুলশান এলাকা থেকে আটক করে ডিএমপি গোয়েন্দা ডিবি বিভাগ। গত ১৯ আগস্ট রাতে ধানমণ্ডি এলাকা থেকে আরিফ খান জয়কে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ জুলাই লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
কেআই/এসআরএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।