ঢাকা, বৃহস্পতিবার, ২৮ ভাদ্র ১৪৩১, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮ রবিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

কনস্টেবল পারভেজ হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৪
কনস্টেবল পারভেজ হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড

কক্সবাজার: কক্সবাজার শহরে ট্যুরিস্ট পুলিশের কনস্টেবল পারভেজ হোসাইন হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে আদালত আসামি আবু তাহেরকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মহিউদ্দিন মুরাদ এই রায় ঘোষণা করেন।  

এ সময় বিচারক আরও দুই আসামিকে ১০ বছর কারাদণ্ড ও জরিমানা এবং চার আসামিকে খালাসের আদেশ দেন।

আদালতের অতিরিক্ত কৌসুলি মোজাফফর আহমদ হেলালী বিষয়টি  নিশ্চিত করে জানান, ২০১৫ সালের ২৩ জুলাই কক্সবাজার শহরে ট্যুরিস্ট পুলিশের কনস্টেবল পারভেজ ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন।

এ মামলায় একই বছরের ২৪ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। আদালত ২০১৯ সালের ১ অক্টোবর অভিযোগ শুনানি করেন। দীর্ঘ বিচারকার্য শেষে আদালতের বিচারক আজকে এ রায় ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২৪
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।