ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

রিমান্ড শেষে কারাগারে সাবেক আইজিপি শহীদুল হক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৪
রিমান্ড শেষে কারাগারে সাবেক আইজিপি শহীদুল হক

ঢাকা: নিউ মার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হককে সাত দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

গত ৪ সেপ্টেম্বর শহীদুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড শেষে সকালে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন নিউ মার্কেট থানার উপ-পরিদর্শক মো. বায়েজীদ বোস্তামী। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  

তবে আসামি পক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন অভিযোগ করেন, তাকে কোর্টে উঠানো হয়নি। ম্যাজিস্ট্রেট বাসায় বসে আদেশ দিয়ে দিয়েছেন। তিনি বলেন, জামিন, ডিভিশনসহ কয়েকটি আবেদন শুনানির প্রস্তুতি নিয়ে এসেছিলাম। আমরা শুনানি করতে পারিনি। আমাদের বঞ্চিত করা হয়েছে। এখানে আইনের ব্যত্যয় হয়েছে।

অবশ্য প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার নজরুল ইসলাম জানান, যথাযথভাবেই ম্যাজিস্ট্রেটের আদেশের ভিত্তিতে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গত ৩ সেপ্টেম্বর রাতে শহীদুল হককে উত্তরা থেকে আটকের পর নিউ মার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।  

গত ১৯ জুলাই বিকেলে রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালালে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন প্রিয়াঙ্গন শপিং সেন্টারের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। মামলায় ১৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৪
কেআই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।