ফরিদপুর: অস্ত্র মামলায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. লুৎফর মোল্লাকে (৩৫) ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত ও স্পেশাল ট্রাইব্যুনাল-২-এর বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন।
এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।
একইদিন বিকেলে ফরিদপুর জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহ মো. আবু জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত আসামি লুৎফর মোল্লা জেলার ভাঙ্গা উপজেলার কাপুড়িয়া সদরদী এলাকার মৃত গিয়াসউদ্দিন মোল্লার ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৪ জানুয়ারি রাত ৮টার দিকে ফরিদপুরের ভাঙ্গা বাজারের একটি জুতার দোকানের সামনে থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ লুৎফর মোল্লাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) মো. জুয়েল মিয়া বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি অস্ত্র মামলা দায়ের করেন। পরে পুলিশ এ ঘটনা দীর্ঘ তদন্ত শেষ অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নবাব আলী মৃধা বলেন, এ রায়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৪
এসআরএস