ঢাকা: দেশের অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশ্যে শনিবার অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
এ অভিভাষণে তিনি দেশের বিচার বিভাগের জন্য একটি রোডম্যাপ তুলে ধরবেন।
শনিবার সকাল দশটায় সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার গার্ডেনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত কমিশনের চেয়ারম্যান আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও সম্পাদক উপস্থিত থাকবেন।
সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, প্রধান বিচারপতি তার অভিভাষণে দেশের বিচার বিভাগের জন্য একটি রোডম্যাপ তুলে ধরবেন, যাতে তিনি গত ১২ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবীদের উদ্দেশ্যে প্রদত্ত অভিষেক ভাষণে বিচার বিভাগ সম্পর্কিত বিভিন্ন বিষয়সহ বিচার বিভাগের স্বাধীনতা, স্বতন্ত্রীকরণ ও প্রাতিষ্ঠানিক পৃথকীকরণের বিষয়ে বিশদ আলোকপাত করবেন।
এই অভিভাষণ অনুষ্ঠানে দেশের সকল বিচারককে উপস্থিত থাকার নির্দেশ দিয়ে গত ০৩ সেপ্টেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা-৩ হতে একটি সরকারি আদেশ জারি করা হয়।
ওই আদেশে উল্লেখ করা হয় যে, দেশের সকল আদালতসমূহে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনোনীত একজন করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিয়ে দেশের অধস্তন আদালতের অন্য সকল বিচারককে ২১ সেপ্টেম্বর বাংলাদেশের প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে আবশ্যিকভাবে উপস্থিত থাকতে হবে।
এই অভিভাষণ অনুষ্ঠানে দেশের অধস্তন আদালতের প্রায় দুই হাজার বিচারক অংশগ্রহণ করবেন।
বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
ইএস/এসআইএস