ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আইন ও আদালত

সাবেক রেলমন্ত্রী সুজন ৫ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
সাবেক রেলমন্ত্রী সুজন ৫ দিনের রিমান্ডে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রফিকুল ইসলাম নামে একজনকে গুলি করে হত্যার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী থানায় হওয়া মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।  

রোববার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন।

 

রিমান্ড শুনানির জন্য আজ সুজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় তদন্ত কর্মকর্তা রিমান্ড চেয়ে আবেদনের শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।  

এর আগে গত ১৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ৮৩৩ নম্বর রুম থেকে সুজনকে গ্রেফতার করে পুলিশ।

পরদিন শিক্ষার্থী ইমরান হাসানকে গুলি করে হত্যার ঘটনায় যাত্রাবাড়ী থানার অন্য একটি মামলায় দুপুরে রিমান্ড মঞ্জুর করা হলেও বিকেলে তা বাতিল করা হয়।  

একইসঙ্গে ওইদিন তাকে যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে রিমান্ড শুনানির জন্য ২২ সেপ্টেম্বর দিন ধার্য করেছিলেন আদালত।  

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
কেআই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।