ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মিথ্যা মামলা দেওয়ায় আ. লীগ নেতার নামে বিএনপি নেতার মামলা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
মিথ্যা মামলা দেওয়ায় আ. লীগ নেতার নামে বিএনপি নেতার মামলা

বরিশাল: মিথ্যা মামলা দেওয়ার অভিযোগে বরিশাল মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক কাওছার হোসেন শিপনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

রোববার (২০ অক্টোবর) বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করা হয়।

আদালতের বিচারক নুরুল আমিন কোতোয়ালি মডেল থানার ওসিকে মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

মামলার বাদী বরিশাল মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আলী হায়দার বাবুল।

মামলায় কাওছার হোসেন শিপনের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া, চাঁদাদাবি, মানহানির অভিযোগও তোলা হয়েছে। কাওছার হোসেন শিপন বরিশাল মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক।

এজাহারের বরাতে জানা গেছে, ২০১৩ সালে হরতালে রূপাতলী বাস টার্মিনালে বাস পোড়ানোর অভিযোগে বাবুলের নামে মামলা হয়। সেই মামলায় কারাবরণ শেষে ২০১৬ সালে খালাস পান বাবুল। এতে তার সামাজিক সম্মান ক্ষুণ্ন হয়েছে বলে মামলায় উল্লেখ করেন বাবুল।

মামলার বরাতে বেঞ্চ সহকারী জানান, ২০১৩ সালের ২৮ অক্টোবর রাতে ১৮ দলীয় ঐক্যজোট তিনদিনের হরতালে বরিশাল নগরের সাগরদীতে রূপাতলী বাস টার্মিনালের বাসে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা করেন আওয়ামী লীগ নেতা শিপন। ওই বছরের ২৯ অক্টোবর দায়ের করায় মামলায় ১৪ জনের নাম উল্লেখ ও  ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

মামলা দায়েরের প্রায় একমাস পর বাবুলসহ দুই আসামির কাছে ২০ লাখ চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা না দেওয়ায় কয়েকদিন পর বিএনপি নেতা বাবুলকে মামলার আসামি হিসেবে গ্রেপ্তার হয়।

এতে একমাস কারাভোগ করেন বিএনপি নেতা বাবুল। পরে এ মামলায় বাবুলের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

তবে ২০১৬ সালে আদালতের বিচারক তাকে মামলা থেকে খালাস করেন। মিথ্যা মামলায় ফাঁসানোর বিচার চেয়ে এ মামলা করেছেন বলে জানান বাদী।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।