ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

বগুড়ায় স্ত্রীকে হত্যার দায়ে ১৯ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
বগুড়ায় স্ত্রীকে হত্যার দায়ে ১৯ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

বগুড়া: বগুড়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে ১৯ বছর পর স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে বগুড়া জেলা দায়রা জজ আদালত-২ এর বিচারক জালাল উদ্দিন এ রায় দেন।

আসামি চাঁন মিয়া বগুড়ার শাজাহানপুর উপজেলার মানিকদীপা পদ্মপাড়া এলাকার চুন্নু মিয়ার ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর ভোর রাতে শোবার ঘরে চাঁন মিয়ার সঙ্গে তার স্ত্রী ফুলবানুর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চাঁন মিয়া ক্ষিপ্ত হয়ে তার গায়ের গেঞ্জি দিয়ে ফুলবানুর গলা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। এরপর ফুলবানুর পরনে থাকা শাড়ি গলায় পেঁচিয়ে ঘরের তীরের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজান। এ ঘটনার পরের দিন পুলিশ চাঁন মিয়াকে গ্রেপ্তার করে এবং নিহত ফুলবানুর বাবা হত্যা মামলা দায়ের করেন। পরে আদালতে চাঁন মিয়া স্ত্রীকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

শাজাহানপুর থানার তৎকালীন উপ পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক আসামি চাঁন মিয়াকে অভিযুক্ত করে চার্জশিট দেন। সেই চার্জশিট দাখিলের ১৯ বছর পর সব কার্যক্রম শেষে আদালত আসামিকে মৃত্যুদণ্ড দেন।

আদালত ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন জানান, আদালতে আসামির উপস্থিতিতে বিচারক এ রায় ঘোষণা করেন। পরে আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪

আরএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।