ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

ছাত্র হত্যা মামলায় ফারুক খান রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪
ছাত্র হত্যা মামলায় ফারুক খান রিমান্ডে

ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলনে স্কুলছাত্র শামীম (১৩) হত্যার ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা মামলায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানসহ চারজনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

রোববার (৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাহীন রেজা তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।

 

রিমান্ডে যাওয়া অপর আসামিরা হলেন- সাবেক সংসদ সদস্য সাদেক খান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও ঢাকা দক্ষিণ সিটির সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক।  

এ মামলায় তাদের পাঁচদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। সেই রিমান্ড শুনানির জন্য আজ তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।  

গত ১৪ অক্টোবর রাত ১টা ৪৫ মিনিটে ঢাকার সিএমএইচ এলাকা থেকে র‍্যাব-১ এর মেজর আবীরের নেতৃত্বে ফারুক খানকে গ্রেপ্তার করা হয়। এরপর দুই বছর আগে বিএনপিকর্মী মকবুল হোসেন খুনের ঘটনায় গত ১৫ অক্টোবর তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড শেষে গত ১৭ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়।  

জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৫ আগস্ট বিকেল ৫টায় রাজধানীর ধানমন্ডি এলাকায় ছাত্র-জনতার সঙ্গে মিছিলে অংশ নেন শিক্ষার্থী শামীম। মিছিলটি কলাবাগান এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের অতর্কিত আক্রমণে আহত হন শামীম। এরপর তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে পরদিন ৬ আগস্ট চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

এ ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানায় গত ৩ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৮ জনের নামে হত্যা মামলা দায়ের করেন নিহতের মা জাহানারা বেগম।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৪
কেআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।