ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

সালমান-আনিসুলসহ ৮ জন নতুন মামলায় গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
সালমান-আনিসুলসহ ৮ জন নতুন মামলায় গ্রেপ্তার সালমান এফ রহমান ও আনিসুল হক

ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর পৃথক থানার চার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ আটজনকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।  

পুলিশের করা পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন।

গ্রেপ্তার দেখানো অন্যরা হলেন- জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ও সাবেক সংসদ সদস্য সাদেক খান।  

এসব মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তারা। সেসব আবেদন শুনানির জন্য এদিন আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাদের এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।

এর মধ্যে যাত্রাবাড়ী থানা এলাকায় জিসান হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।  

নিউমার্কেট থানা এলাকায় শিক্ষার্থী মুহাম্মদ শামীম হত্যাচেষ্টা মামলায় জুনাইদ আহমেদ পলককে, মোহাম্মদপুর থানা এলাকায় শাহরিয়ার হোসেন রোকন হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সাদেক খান ও মোহাম্মদপুর থানার আরেক মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
কেআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।