ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

সিএমএম আদালতের ১০ জনসহ ১৩ ম্যাজিস্ট্রেট বদলি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
সিএমএম আদালতের ১০ জনসহ ১৩ ম্যাজিস্ট্রেট বদলি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ১০ জনসহ একযোগে ১৩ বিচারককে পদোন্নতিজনিত কারণে বদলি করা হয়েছে।
বদলিকৃত ম্যাজিস্ট্রেটরা হলেন- সিএমএম আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট তানিয়া কামাল, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর হোসেন, মো. ইউসুফ হোসেন, মোহাম্মদ রাশেদ তালুকদার, শামছুল আরেফীন, মোল্যা সাইফুল আলম, মোহাম্মদ আতাউল হক, অমিত কুমার দে, মো. আমিনুল হক ও শাহরিয়ার মাহমুদ আদনান।



এছাড়াও বদলি হয়েছেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দা আমিনা ফারহিন, সৈয়দ সিরাজ জিন্নাত ও মো. আল-আমিন।

রোববার (৩১ জানুয়ারি) ছিল তাদের শেষ অফিস। সহকর্মীদের কাছ থেকে বিদায় নেন তারা।

বিকেল ৪টায় বিচারকদের বিদায় জানায় ঢাকা কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন। সিএমএম আদালতের কনফারেন্স রুমে অনাড়ম্বর অনুষ্ঠানে ক্রেস্ট দেওয়া হয় তাদের। ঢাকার সিএমএম শেখ হাফিজুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি সামিউল করিম আলমগীর। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
এমআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।