ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক খাদে পড়ে হেলপার নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক খাদে পড়ে হেলপার নিহত

ব্রাহ্মণবাড়িয়া: কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উজানীসার এলাকায় পাথরবোঝাই একটি ট্রাক খাদে পড়ে হেলপারের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে একটি চাকা বিস্ফোরিত হয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হেলপারের মৃত্যু হয়।

তবে তার পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনাস্থলের নিকটবর্তী আখাউড়া উপজেলার ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আবুল হাশেম বাংলানিউজকে জানান, সিলেটের দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকটি উজানীসার মোড়ের বাঁক অতিক্রমের সময় সামনের চাকা বিস্ফোরিত হয়ে নিয়ন্ত্রণ হারায়। ট্রাকটি ডান পাশে গভীর খাদে পড়ে যায়।

এতে ট্রাকের চালক ও হেলপার ট্রাকের ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে পুলিশ আসার আগেই হেলপারের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্রাক চালককে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠান।

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।