ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

আনিস হত্যার দায়ে দু’জনের ফাঁসি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
আনিস হত্যার দায়ে দু’জনের ফাঁসি

রাজধানীর পল্লবীর চাঞ্চল্যকর আনিস হত্যার দায়ে দু’জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

ঢাকা: রাজধানীর পল্লবীর চাঞ্চল্যকর আনিস হত্যার দায়ে দু’জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হচ্ছেন- একই এলাকার শমসের ও লালু।

তাদের মধ্যে লালু পলাতক। তাদের প্রত্যেককে মৃত্যুদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

ঢাকার বিশেষ দায়রা জজ ও দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক আব্দুর রহমান সরদারের আদালত বুধবার (১৬ নভেম্বর) এ রায় ঘোষণা করেন।

গ্রেফতারকৃত শমসেরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল। তাকে সাজা পরোয়ানা দিয়ে ফের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ০৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় আনিসকে ডেকে নিয়ে যান আসামি শমসের। পরদিন সকালে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই মো. ওমর ফারুক শমসেরসহ অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এমআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।