ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ঋণ কেলেঙ্কারি

হাইকোর্টে জামিন খারিজ, দুই আসামি দুদকের হাতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
হাইকোর্টে জামিন খারিজ, দুই আসামি দুদকের হাতে

বেসিক ব্যাংক ‍ঋণ কেলেঙ্কারির মামলায় তাহমিনা টাওয়ার লিমিটেডের এমডি ইয়াসির আহমেদ খান ও পরিচালক কাজী রেজওয়ান মুনীর উল হককে দুর্নীতি দমন কমিশনের হাতে তুলে দিয়েছেন হাইকোর্ট।

ঢাকা: বেসিক ব্যাংক ‍ঋণ কেলেঙ্কারির মামলায় তাহমিনা টাওয়ার লিমিটেডের এমডি ইয়াসির আহমেদ খান ও পরিচালক কাজী রেজওয়ান মুনীর উল হককে দুর্নীতি দমন কমিশনের হাতে তুলে দিয়েছেন হাইকোর্ট।
 
বুধবার (০৭ ডিসেম্বর) তারা হাইকোর্টে জামিনের জন্য এলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন আবেদন খারিজ করে দেন।

এরপর তাদের দুদকের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই বেঞ্চের সহকারী অ্যাটর্নি জেনারেল শহীদুল ইসলাম খান।  

তিনি সাংবাদিকদের বলেন, ২০১৫ সালের ২২ সেপ্টেম্বর এ দুই ব্যক্তিসহ ১০ জনের বিরুদ্ধে ১৭ কোটি ৫০ লাখ টাকা কেলেঙ্কারির অভিযোগে গুলশান থানায় মামলায় করে দুদক।
 
এ মামলায় তারা দু’জন হাইকোর্টে বুধবার আগাম জামিন নিতে আসেন। হাইকোর্ট তাদের আবেদন খারিজ করে দেন। এরপর তাদের দুদকের হাতে তুলে দেওয়া হয়।
 
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
ইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।