ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

জেএমবি প্রধান সাইদুরের বিরুদ্ধে চার্জশিট গৃহীত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
জেএমবি প্রধান সাইদুরের বিরুদ্ধে চার্জশিট গৃহীত

ঢাকা: নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র প্রধান সাইদুর রহমানসহ তিন জঙ্গির বিরুদ্ধে রাজধানীর কদমতলী থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দাখিল হওয়া চার্জশিট বিচারের জন্য আমলে গ্রহণ করেছেন আদালত।

চার্জশিটভুক্ত অন্য দুই আসামি হলেন- আব্দুল্লাহেল কাদরি ও আয়েশা আক্তার।

বুধবার (০৪ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হাসান মোল্লার আদালত চার্জশিটটি আমলে গ্রহণ করেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জানান, শুনানির সময় সাইদুর রহমানকে আদালতে হাজির করা হয়। অন্য দুই আসামি জামিনে গিয়ে পলাতক আছেন। আগামী ২২ জানুয়ারি অভিযোগ (চার্জ) গঠনের শুনানির দিন ধার্য করেছেন আদালত।

২০১০ সালের ২৫ মে কদমতলীর পূর্ব ধনিয়া নূর মসজিদ রোডের একটি বাসা থেকে সাইদুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। উত্তরা ও কদমতলী থানার দুই মামলায় ৫ দফায় ১৮ দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

ওই বছরের ০৮ জুলাই সাইদুর রহমানকে কদমতলী থানার এ মামলায় গ্রেফতার দেখানো হয়। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগও আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
এমআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।