ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

র‌্যাবের হাতে গ্রেফতার দশ জঙ্গি রিমান্ডে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
র‌্যাবের হাতে গ্রেফতার দশ জঙ্গি রিমান্ডে

ঢাকা: রাজধানীর আশুলিয়া থানার এক মামলায় জেএমবি সন্দেহে গ্রেফতার দশ আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ডকৃত আসামিরা হলেন, উত্তরার একটি স্কুলের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম, তার ভাগ্নে ও স্কুলের সাবেক পরিচালক জিয়াউর রহমান, বর্তমান অধ্যক্ষ মিজানুর রহমান, আবু সাদাত মো. সুলতান আল রাজি, মিজানুর রশিদ, কৌশিক আদনান সোবহান, মেরাজ আলী, মুফতি আবদুর রহমান বিন আতাউল্লাহ, শাহরিয়ার ওয়াজেদ খান ও নারী আসামি জান্নাতুল মহল।

মঙ্গলবার (১০ জানুয়ারি) আসামিদের ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে প্রত্যেককে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে আশুলিয়া থানা পুলিশ।

শুনানি শেষে ঢাকার জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট ফায়রুস তাসমিন নারী আসামি জান্নাতুল মহলের ২ দিন ও অন্যান্যদের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

জেএমবি সারওয়ার-তামিম গ্রুপের সঙ্গে জড়িত সন্দেহে তাদের গ্রেফতার করে র‌্যাব। তাদের বিরুদ্ধে জঙ্গিবাদে মদদ দেওয়ার অভিযোগ আনা হয়। জেএমবির পলাতক নেতা সাবেক মেজর জিয়ার সঙ্গে আসামিদের যোগাযোগ ছিল মর্মে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এমআই/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।