আদালতের এ আদেশ পালন করবেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ২৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।
২০১২ সালে সরকার ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের টিউশন ফি’র ওপর ৪ দশমিক ৫ শতাংশ করারোপ করে। ২০১৫ সালে তা বাড়িয়ে ৭ দশমিক ৫ শতাংশ করা হয়।
এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে সানবিম স্কুলের শিক্ষার্থী ফাইজুল ইসলাম ও সানিডেল স্কুলের শিক্ষার্থী সেলিম আজমের অভিভাবকরা ওই বছরের ১৬ সেপ্টেম্বর রিট করেন। রিটের শুনানি নিয়ে ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট ভ্যাট আরোপ স্থগিত করে রুল জারি করেন।
এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে গত বছরের ১২ ডিসেম্বর ওই রায় দেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও মো. মজিবুর রহমান মিয়ার হাইকোর্ট বেঞ্চ। রায়ে ভ্যাট আরোপ অবৈধ ঘোষণা করেন।
পরে এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন জানান রাষ্ট্রপক্ষ। গত ০৩ জানুয়ারি আপিল বিভাগ হাইকোর্টের রায় ২৯ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেন।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
ইএস/ওএইচ/এএসআর