ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

শ্যামনগরের এমপির কলেজের সভাপতি থাকার ওপরে নিষেধাজ্ঞা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
শ্যামনগরের এমপির কলেজের সভাপতি থাকার ওপরে নিষেধাজ্ঞা

ঢাকা: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের (কলেজ) সভাপতি পদে থাকার ওপরে তিনমাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

এক রিটের শুনানি নিয়ে মঙ্গলবার (১০ জানুয়ারি) বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

রুলে ওই সংসদ সদস্যের সভাপতি পদে থাকা কেন বেআইনি হবে না- তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

দুই সপ্তাহের মধ্যে শিক্ষাসচিব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ ৫ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
 
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. হুমায়ন কবির, মো. আল আমিন ও মোহাম্মদ শাফায়েত জামিল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
 
আইনজীবীরা জানিয়েছেন, গত বছরের ১৬ জুন জাতীয় বিশ্ববিদ্যালয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দারকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আতরজান মহিলা কলেজের সভাপতি পদে নিযুক্ত করে।

এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ওই কলেজের প্রতিষ্ঠাতা সদস্য এস এম আফজালুল হক।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।