ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সরাইলের ওসিসহ ৮ পুলিশকে তলব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
সরাইলের ওসিসহ ৮ পুলিশকে তলব

ঢাকা: আদালতের আদেশ না মানায় ব্রাক্ষণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) আট পুলিশ সদস্যকে তলব করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) এ বিষয়ে করা এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের একক বেঞ্চ এ আদেশ দেন।

আগামী ০৫ ফেব্রুয়ারি হাজির হয়ে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে আদেশে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. জাফর আলী।

পরে মো. জাফর আলী জানান, ২০১১ সালে ব্রাক্ষণবাড়িয়ার সরাইল থানার মনেজা খাতুন তার সাবেক স্বামী মো. সালাউদ্দিনের কাছে খোরপোষ ও মোহরানা দাবি করে পারিবারিক আদালতে মামলা করেন।

বিচার শেষে ২০১৫ সালের ২৯ অক্টোবর আদালত মনেজা খাতুন ও তার দুই নাবালক মেয়েকে ৪ লাখ ১০ হাজার টাকা দিতে আদেশ দেন মো. সালাউদ্দিনকে।

সালাউদ্দিন এ আদেশের বিরুদ্ধে ব্রাক্ষণবাড়িয়ার জেলা আদালতে আপিল করলে তার আবেদন খারিজ হয়ে যায়। পরবর্তীতে তিনি হাইকোর্টে আবেদন করলে বিচারিক আদালতের আদেশ স্থগিত হয়ে যায়। এরপর গত বছরের ১১ নভেম্বর সালাউদ্দিনকে গ্রেফতার করে সরাইল থানা পুলিশ।

গ্রেফতারের ঘটনায় সরাইল থানা পুলিশের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়। এ বিষয়ে শুনানি শেষে আদালত তাদের তলব করে রুল জারি করেন।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
ইএস/ওএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।