মঙ্গলবার (১৭ জানুয়ারি) এ বিষয়ে করা এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের একক বেঞ্চ এ আদেশ দেন।
আগামী ০৫ ফেব্রুয়ারি হাজির হয়ে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে আদেশে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. জাফর আলী।
পরে মো. জাফর আলী জানান, ২০১১ সালে ব্রাক্ষণবাড়িয়ার সরাইল থানার মনেজা খাতুন তার সাবেক স্বামী মো. সালাউদ্দিনের কাছে খোরপোষ ও মোহরানা দাবি করে পারিবারিক আদালতে মামলা করেন।
বিচার শেষে ২০১৫ সালের ২৯ অক্টোবর আদালত মনেজা খাতুন ও তার দুই নাবালক মেয়েকে ৪ লাখ ১০ হাজার টাকা দিতে আদেশ দেন মো. সালাউদ্দিনকে।
সালাউদ্দিন এ আদেশের বিরুদ্ধে ব্রাক্ষণবাড়িয়ার জেলা আদালতে আপিল করলে তার আবেদন খারিজ হয়ে যায়। পরবর্তীতে তিনি হাইকোর্টে আবেদন করলে বিচারিক আদালতের আদেশ স্থগিত হয়ে যায়। এরপর গত বছরের ১১ নভেম্বর সালাউদ্দিনকে গ্রেফতার করে সরাইল থানা পুলিশ।
গ্রেফতারের ঘটনায় সরাইল থানা পুলিশের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়। এ বিষয়ে শুনানি শেষে আদালত তাদের তলব করে রুল জারি করেন।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
ইএস/ওএইচ/এএসআর